শনিবার ১৮ মে ২০২৪

টেকনাফে উপজেলা চেয়ারম্যানকে মারধরের চেষ্টা ও সাবেক এমপি বদির হুমকি
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
টেকনাফে উপজেলা চেয়ারম্যানকে মারধরের চেষ্টা ও সাবেক এমপি বদির হুমকি

টেকনাফে উপজেলা চেয়ারম্যানকে মারধরের চেষ্টা ও সাবেক এমপি বদির হুমকি

তাজাখবর২৪.কম,ঢাকা:

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধী: কক্সবাজারের টেকনাফের উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি নুরুল আলমকে মারধরের চেষ্টাসহ হুমকি দিয়েছে উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (৩ মে) দুপুরে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আসন্ন টেকনাফ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম। গতকাল বৃহস্পতিবার দিনগত (২ মে) রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়ে আমি ও আমার কর্মীরা হোয়াইক্যং ইউপির কম্বোনিয়া পাড়া পশ্চিম মহেশখালীয়া পাড়ায় মুরুব্বি এবং ইউপি সদস্যদের সাথে দেখা করি। 

মহেশখালিয়া পাড়া মসজিদের সামনের বসে আমরা কথা বলছিলাম। এমন সময় উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি সংসদ সদস্যের স্টিকার লাগানোর গাড়ি নিয়ে মসজিদের সামনে এসে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে নেমে তিনি ফাঁকা এক রাউন্ড গুলি করে। দ্বিতীয় রাউন্ড আমার দিকে তাক করে। সেসময় স্থানীয় ইউপি সদস্য বাদশা মিয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদুল আলম জুয়েল বাধা দিলে ওই রাউন্ডও উপরের দিকে ছুড়ে। এরপর আমরা ঘটনাস্থল ত্যাগ করি। এই ঘটনায় শুক্রবার দুপুরে আমি টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তবে টেকনাফ থানায় নুরুল আলমের দায়ের করা সাধারণ ডায়েরিতে গুলির বিষয়টি উল্লেখ নেই।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি বলেন, উপজেলা চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাবেক সংদ সদস্য আবদুর রহমান বদি ও উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আলমকে বিবাদী করা হয়েছে।লিখিত অভিযোগের বরাত দিয়ে তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আলম ও জাফর আলম একই এলাকায় যায়। তখন জাফর আলম ও সাবেক সংসদ সদস্য বদি উপজেলা চেয়ারম্যানকে মারধরের চেষ্টাসহ হুমকি দিয়েছে বলে অভিযোগে লেখা রয়েছে। অভিযোগের কোথাও গুলির কথা উল্লেখ করেনি বাদী। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

ঘটনার বিষয়ে জানতে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির মোবাইল ফোনে কল দিলে প্রথমবার রিসিভ করে পরিচয় জানার পর একটু পরে কল দিতে বলেন। পরে তিনি আর কল রিসিভ করেননি।অভিযুক্ত টেকনাফ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলম বলেন, বদি ভাই আমার সাথে ছিল। এ ধরণের কিছু হয়নি। তার (নুরুল আলম) ভাই নুরুল বশর জাতীয় নির্বাচনে আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আকতারের কাছে হেরেছে। এরপর থেকেই বদি ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন পরিবারটি।

তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১,২৪ শাওয়াল ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝