মুন্সীগঞ্জের বিচার বিভাগ স্বাধীন,আদালতে ভুক্তভোগীদের সুফল ভোগ
শাহআলম,তাজাখবর২৪.কম, মুন্সীগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের বিচার বিভাগ স্বাধীন,আদালতে ভুক্তভোগীদের সুফল ভোগ-ফাইল ফটো-
শাহআলম,তাজাখবর২৪.কম, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলায় আদালতে বিচারকগন নিরপেক্ষ বিচার করার কারনে অনেক নিরীহ জনগন বিচারকদের প্রতি খুশি। একাধিক আসামিরা জানান, মুন্সীগঞ্জ আদালতে এখন আমরা নিরপেক্ষ বিচার পাচ্ছি। তাছারা আদালতে আসা জেলার একাধিক মামলার আসামিরা আদালতের নিরাপাত্তা দেখেও তারা চরম খুশি। বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন করায় জনগন আদালতের সুফল ভোগ করতে পারছে। তাছারা বর্তমানে মুন্সীগঞ্জ জেলা বারের আইনজীবিদের প্রতিও চরম খুশি ভুক্তভোগিরা । এখন আর আদালতে মামলার জট নেই বললেই চলে। এব্যাপারে একাধিক আইনজীবি জানান, বিচার বিভাগ স্বাধীন হওয়ায় আমরাও বিচারকদের কাছে আসামিদের পক্ষে নিরপেক্ষ কথা তুলে ধরতে পারছি। বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী জনগনই বর্তমান সরকারের শক্তি।
তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ৩ অগ্রহায়ণ ১৪৩০,৩ জমাদিউল আউয়াল ১৪৪৫