কক্সবাজার রামুর ঈদগড়ের ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সাংবাদিক পুত্র মো: তাওহিদ নুর স্বাদ এর ৮ম জন্ম বার্ষিকী আজ। মো: তাওহিদ নুর স্বাদ ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। সে বর্তমানে ঈদগড় সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত রয়েছে। খুবই চঞ্চল স্বভাবের ছেলে সে। পাশাপাশি মেধাবিও। ছোটকাল থেকে অংকন ও বিভিন্ন প্রকার খেলনা নিয়ে ব্যস্ত থাকে সে।
উল্লেখ, তাওহিদ জাতীয় দৈনিক আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি,দৈনিক সাঙ্গু, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার রামু উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামাল শিশিরের পুত্র এবং বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন সিকদারের নাতী।
তার জন্ম দিনে মাতা রাজিয়া বেগম, চাচা ইব্রাহীম খলিল, ফুফি আসমা, তাহমিনা, শামিনা, রাফিয়া, সাদিয়া, বোন কানিজ,কারিনা, ফুফু আব্বা ফজল, আনছার,আবদুল্লাহ, খোরশেদসহ সকল আত্মীয় স্বজন দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩,০৬ আশ্বিন ১৪৩০,০৫ রবিউল আউয়াল ১৪৪৫ সংবাদ বিজ্ঞপ্তি :