রোববার ৩ ডিসেম্বর ২০২৩

হোমনায় ৫শ’ পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
হোমনায় ৫শ’ পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার

হোমনায় ৫শ’ পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার

মইনুল ইসলাম মিশুক,তাজাখবর২৪.কম, হোমনা (কুমিল্লা): কুমিল্লার হোমনায় পাঁচশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রেফতার যুবক জেলার চান্দিনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের রারিরচর বেপারী বাড়ির আবদুছ সাত্তারের ছেলে মো. আরিফ হোসেন (৩০)। মঙ্গলবার সন্ধ্যায় হোমনা মুরাদনগর সড়কের ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের এসআই ইকবাল মনির বাদী হয়ে তার
বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ওই দিন সেখানে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান চলছিল। সন্ধ্যার দিকে ওই স্থানে আরিফ হোসেনের মোটর সাইকেলের গতি রোধ করে তাকে তল্লাশি করে পাঁচটি পলিপ্যাকে নীল রঙের পাঁচশ
পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রেখেছিল বলে জানিয়েছে পুলিশকে।
হোমনা থানার এসআই ইকবাল মনির বলেন, মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের বিশেষ অভিযানে আরিফ হোসেনকে পাঁচশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বুধবার কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩,০৬ আশ্বিন ১৪৩০,০৫ রবিউল আউয়াল ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝