আপলোড তারিখ : 2023-07-31
ভারত নিরাপত্তাকর্মীর গুলিতে চলন্ত ট্রেনে তিন যাত্রীসহ নিহত ৪
ভারত নিরাপত্তাকর্মীর গুলিতে চলন্ত ট্রেনে তিন যাত্রীসহ নিহত ৪তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলন্ত ট্রেনের মধ্যে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন তিন যাত্রীসহ চারজন। চতুর্থ ব্যক্তি হলেন আরপিএফেরই একজন সহকারী উপ-পরিদর্শক। সোমবার (৩১ জুলাই) ভোররাতে ঘটনাটি ঘটেছে জয়পুর-মুম্বই এক্সপ্রেসের মধ্যে।
জানা যায়, জয়পুর থেকে মুম্বাই যাচ্ছিল ট্রেনটি। যাত্রীরা তখন প্রায় সবাই ঘুমে আচ্ছন্ন। মহারাষ্ট্রের পালঘর স্টেশন পেরোনোর পর আচমকা ট্রেনের মধ্যে থাকা এক আরপিএফ কর্মী নিজের সার্ভিস রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, চেতন সিং নামে ওই জওয়ান এসকর্ট ডিউটিতে ছিলেন। তিনি এএসআই টিকা রামের ওপর প্রথমে গুলি চালান। টিকা রাম ছিলেন এসকর্ট ডিউটি ইনচার্জ।

সিনিয়র সহকর্মীকে হত্যার পর চেতন সিং পাশের কামরায় যান। সেখানে গুলি করে আরও তিন যাত্রীকে হত্যা করেন।

গুলির ঘটনার পর অভিযুক্ত আরপিএফ জওয়ান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাকে এরই মধ্যে গ্রেফতার করেছে ‍পুলিশ। তিনি কেন এমন করলেন, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে জয়পুর-মুম্বাই এক্সপ্রেসের (ট্রেন নম্বর ১২৯৫৬) বি৫ কোচে। ঘটনার পর ট্রেনটিকে বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়। সেখানে মরদেহগুলো নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল
তাজাখবর২৪.কম: সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৬ শ্রাবণ ১৪৩০,১২ মহররম ১৪৪৫





এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3