
এম আর অভি,তাজাখবর২৪.কম, বরগুনা: অ-সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে বরগুনার আমতলী উপজেলার লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেল থেকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাতার প্রবাসী আ: রহিমের স্ত্রী রোজিনা (৩৫)সহ ২৬ জনকে আটক করেছে । এদের মধ্যে মোসা: রুনা (২৫) , মোসা: মিনারা (৪০), তাছলিমা (২৫), সুমাইয়া (২৬), সানোয়ার আক্তার সাথী (২১), মোসা: রোজিনা বেগম (৩৫), মোসা: চাঁদনী বেগম (২৬) , মোসা: রুবি (৩২) ৮ জন নারী এবং মো.জলিল মাদবর (৪৫), মোঃ হেলাল দফাদার ( ৫০), মোঃ সবুজ মৃধা (৩০), মোঃ শহিদুল ইসলাম ( ৫০), স্বপন সরদার (৩৫), মো.ফকুর শিকদার (৬০), আ: মতিন ( ৫৫), মো.মিরাজ (৩৫), মেহেরাজ (৩০), মো. মনির (৪২), শিপন (৩০), মোঃ জমির উদ্দিন বেপারী (৪৫),মো. সবুজ (২৫), মোঃ সিরাজ বেপারী ( ৫২), মো.শফিক মোল্লা (৫৫), আ: কাদের (৫০), মোঃ সোহাগ (২৭), মো.মনিরুল ইসলাম )৪৫) ১৮ জন পুরুষ। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আ: হক সাংবাদিকদের বলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেল ডিলাক্স ও ইসলামীয়ায় নামের আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে অ-সামাজিক কার্যকলাপ চলাকালে ২৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮ জন নারী এবং ১৮ জন পুরুষ। এ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে এ ঘটনায় আটক রোজিনা আক্তার রোজি বরগুনার বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের গাবতলী গ্রামের কাতার প্রবাসী আ: রহিমের স্ত্রী।
স্থানীয় ৭নং সড়িষামুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইদ্রিস প্রতিবেদককে জানান, রোজিনা আক্তার রোজির ৪ টি সন্তান রয়েছে। স্বামী রহিম প্রবাসে থাকার সুযোগে সে একই গ্রামের মৃত্যৃ রুস্তম আলী মাস্টারের ছেলে মনিরুল ইসলাম মিরনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। খবর পেয়েছি শনিবার রাতে আমতলী আবাসিক হোটেল থেকে এদের দু জনকে আটক করেছে পুলিশ। তিনি আরো জানান এ অ-সামাজিক কার্যকলাপে বাঁধা দেয়ায় রোজিনা ধর্ষনসহ ৪টি মিথ্যা মামলা দিয়ে স্থানীয় লোকজনকে হয়রানি করছে। তার মিথ্যা মামলায় দুর্ভোগে পড়েছে রোজিনা পরকীয়া প্রেমিক মনির এর স্ত্রী নাসিরুন , তার সন্তান ও ভাই ইলিয়াস। এ ব্যাপারে প্রসাশনের কাছে সু-বিচার চায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ০১ মার্চ ২০২৩,১৬ ফাল্গুন ১৪২৯,০৮ শাবান ১৪৪৪