মুন্সীগঞ্জে হারানো সম্পত্তি ফিরে পেতে মরিয়া মনিরুল ইসলাম নান্নুর পরিবার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জে হারানো সম্পত্তি ফিরে পেতে মরিয়া মনিরুল ইসলাম নান্নুর পরিবার-ফাইল ফটো-
শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ: জমিদারি এস্টেটের মালিক হয়েও নানা জটিলতার কারনে জমি ভোগ করতে পারছেনা মনিরুল ইসলাম নান্নু শাহ,র পরিবার , গত ২২বছর আগে এই এস্টেটকে কেন্দ্র করে মনিরুল ইসলাম নান্নুর ভাইকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হতে হয়েছিল। সেই থেকে জমির আর খবর নেওয়া হয়নি নান্নুর পরিবারের।বর্তমানে নান্নু তাদের হারানো জমি পেতে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেন। ১৯৫২সাল থেকে যাারা জমিদারি করত তাদের অনেকেই এখন আর বেচেনাই । তবে কয়েকজন জমিদার নান্নুর বাবা মৃত কালুখাকে চাপাতলি মৈাজা ওমুন্সীগঞ্জ মৈাজার যার ভলিয়ম নম্বর ২৫৯৮। তাছরা ১১৯ দাগ, ৫৯,৬৫৬,৩৭,৩৮, ১৫৩৮খতিয়ান ভুক্ত সহ প্রায় ৮১একর সম্পত্তি মৃতকালুখার নামে লিখে দিয়ে যায়। কিন্তুু মৃতকালুখার ছেলেকে এই জমির জন্য হত্যা করা হলে এরপর আর জমির কোন খোজ খবর নিতে পারেনি তার পরিবার। এই সুযোগে বিভিন্ন দালালরা জাল দলির আর এস রেকর্ড ও খাজনা দিয়ে জমির মালিক বনে যায় রাতারাতি। তবে মৃত কালু খার এস এ এবং সিএস রেকর্ডে তার নাম রয়েছে । এব্যাপারে মৃত কালু খার ছেলে মনিরুল ইসলাম নান্নু জানান, জমি ফেরত পাওয়ার আসায় জেলা প্রশাসক, ভূমি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অধিকাংশ জমি দখল কারিরা প্রভাবশালী হওয়ায় আমাদের পরিবার নিরাপত্তাহিনতায় ভূগছি। এব্যাপারে জেলা প্রশাসক নাহিদ রসুল জানান, যতই প্রভাবশালি হোক না কেন প্রকৃত মালিককে তাদের জমি ফেরতে দিতে কাজ চলছে।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩, ১০ মাঘ ১৪২৯,০১ রজব ১৪৪৪