প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
শেরপুররে ঝিনাইগাতীতে গাজাসহ গ্রেফতার-২
সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে সোমবার সন্ধ্যায় ২ ব্যক্তিকে ২শত ৫০গ্রাম গাজা সহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের মৃত সৈয়দ শাহের ছেলে মো. শেখ ফরিদ(৪৮) ও মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মো. মোবারক হোসেন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই হাবিবুর রহমান ও এএসআই রাফেল চাম্বুগং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্থানীয় তিনানী বাজারে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর ২৪ জানুয়ারি মঙ্গলবার শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩, ১০ মাঘ ১৪২৯,০১ রজব ১৪৪৪