পেটের ভেতরে করে ১২৫০ ইয়াবা বহনকালে এক কিশোর গ্রেফতার
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
পেটের ভেতরে করে ১২৫০ ইয়াবা বহনকালে এক কিশোর গ্রেফতার
তাজাখবর২৪.কম,ঢাকা: অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে এক কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গোয়েন্দা পুলিশ জানায়- গ্রেফতার কিশোরকে হাসপাতালে ভর্তির পর এক্সরে রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক। পরে তাকে ওষুধ সেবন করিয়ে পায়ুপথ দিয়ে ১২৫০ পিস ইয়াবা বের করা হয়।
৬ নভেম্বর রোববার দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানান গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার। কিশোর অপরাধী হওয়ায় তার নামপ্রকাশ করেনি পুলিশ।
দেবাশীষ কর্মকার বলেন, কয়েকজন মাদক কারবারি ইয়াবাসহ গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক কিশোরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে পেটের ভেতরে ইয়াবা বহন করার কথা স্বীকার করে।
তিনি আরও বলেন, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পেটের এক্সরে করে পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ সেবন করিয়ে পায়ুপথে ১২৫০ পিস ইয়াবা বের হয়ে আসে। পরে তা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার কিশোরের বিরুদ্ধে মাদক আইনে শাহবাগ থানায় মামলা হয়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা রোববার, ০৬ নভেম্বর ২০২২ ২১ কার্তিক ১৪২৯,১০ রবিউসসানি ১৪৪৪