কক্সবাজার সৈকত থেকে ২৬০ অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
কক্সবাজার সৈকত থেকে ২৬০ অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম:,কক্সবাজার: কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ফের যৌথ উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে উচ্ছেদ করা হয় ২৬০টি ঝুপড়ি দোকান। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার এর নির্দেশনায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট এবং লাবনী পয়েন্টে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গড়ে উঠা ছোট-বড় ২৬০ টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এবং সদর সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান। এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, গত ১০ অক্টোবর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সমুদ্র সৈকতের ৪১৭ টি দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু মহামান্য আপীলেট ডিভিশন কর্তৃক ২৩৩ টি দোকানকে মালামাল সরিয়ে নেয়ার জন্য ৩০ অক্টোবর তারিখ পর্যন্ত সময় দেয়া হয়। সময় শেষ হওয়ায় সোমবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উক্ত ২৩৩টি দোকানসহ মোট ২৬০ টি দোকান উচ্ছেদ করা হয়।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ০২ নভেম্বর ২০২২ ১৭ কার্তিক ১৪২৯,০৬ রবিউসসানি ১৪৪৪