আপলোড তারিখ : 2022-10-30
বিপিএস ৫ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী-২০২২
বিপিএস ৫ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী-২০২২ তাজাখবর২৪.কম,ঢাকা: বিপিএস ৫ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ৫ম বিপিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী-২০২২ এর পুরুস্কার বিতরণ ও ৭দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতয়ি চিত্রশালা মিলনায়তনে। ২১ অক্টোবর শুক্রবার বিকাল ৪টা শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজতবা মনোয়ার।  
অনুষ্ঠানে উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন- প্রদর্শনী সচিব কে এম জাহাঙ্গীর আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদর্শনী চেয়ারম্যান ও বিপিএস মহাসচিব এম ইউসুফ তুষার, আশফাক আহমেদ, বিচারক ৫ম বিপিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী-২০২২ ডা: রশীদ উন নবী শুভ্র, বিপিএস স্থায়ী পরিষদ সদস্য শংকর জাওজাল প্রমূখ। বিশ্বের ৪৭টি দেশ থেকে এই প্রতিযোগীতায় অংশ নেয়  ৩৫১জন।  পোট্রেট পরিবেশ, জীবনযাত্রা, ভ্রমণ, জীববৈচিত্র্য, ল্যান্ডসস্কেপ, কোভিডের কারণে ঘরবন্দী জীবনসহ ৪টি বিভাগে ৪০৮৭টি ছবি জমা পরেছিল। সেসব থেকে বিজ্ঞ বিচারক মন্ডলী ১০৩টি ছবি পুরুস্কারের জন্য মনোনীত করেন। পুরুস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো-ফিআপ বেস্ট অথর: বাদল চন্দ্র সরকার (বাংলাদেশ) বিপিএস ট্রফি ফটোগ্রাফার অফ দ্য ইয়ার বাংলাদেশ পাট :  লাক্সমান মিন্টু , বিপিএস ট্রফি ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ইন্টারন্যাশনাল পাট: নেগোসি মীন ত্রাণ (ভিয়েতনাম) ও প্রতিটি বিভাগের জন্য গোল্ড , সিলভার ও ব্রোঞ্জ মেডেলসহ অন্যান্য পুরুস্কার প্রদান করা হয়।  এছাড়াও আলোকচিত্রে বিশেষ্অেবদান রাখার জন্য  বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এর বিশিষ্ট আলোকচিত্র শিল্পি খান মোহাম্মদ আমির কে আজীবন সম্মাননা প্রদান করেন।  ২১ অক্টোবর শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত উম্মুক্ত রয়েছে।  বিপিএস মহাসচিব এম ইউসুফ তুষার, আশফাক আহমেদ, বিচারক ৫ম বিপিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী-২০২২ ডা: রশীদ উন নবী শুভ্র, বিপিএস স্থায়ী পরিষদ সদস্য শংকর জাওজাল ও বিশিষ্ট আলোকচিত্র শিল্পি খান মোহাম্মদ আমির এর হাত থেকে পুরুস্কার গ্রহণ করছেন বিপিএস সদস্য জোবায়দা নাজনীন চৌধুরী। 
তাজাখবর২৪.কম: ঢাকা রোববার, ৩০ অক্টোবর ২০২২ ১৪ কার্তিক ১৪২৯,০৩ রবিউসসানি ১৪৪৪



এই বিভাগের আরো সংবাদ

advertisement

 
                              
                             প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                             সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ০১৯১০৭৭৪৫৫৯
ইমু: ০১৯১০৭৭৪৫৫৯ ই-মেইল: [email protected] , [email protected]
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

মঙ্গলবার, ২৩ মে, 2০২3