আপলোড তারিখ : 2022-10-28
গাছের ডাল নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪
গাছের ডাল নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪আব্দুল মোতালেব বাবুল,তাজাখবর২৪.কম,নোয়াখালী: চরলক্ষীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ভেঙ্গে পড়া গাছের ডাল নেওয়াকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নারী-পুরুষসহ ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মৃত আবদুল মতিনের পুত্র মনির উদ্দিন (৫০), স্ত্রী জান্নাত বেগম (৪০), পুত্র আহাদ উদ্দিন (১৭), বদিউল আলমের পুত্র রিয়াজ উদ্দিন (৩০)। ঘটনাটি গত মঙ্গলবার ভোর ৭টার দিকে রামগতি উপজেলার চরলক্ষী রাজা মিয়ার বাড়ীর সামনে ঘটেছে। আহতদের পক্ষে অভিযোগ করা হয় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে তাদের বাড়ীর কিছু ডালপালা পড়ে যায়। এতে করে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ঘটনার সময় তারা উক্ত গাছের ডালগুলো সরিয়ে নেওয়ার সময় আবদুল্লাহ (৬০) তার পুত্র সারোয়ার (২৯), সাইফ উদ্দিন (২২) এবং সোনা মিয়ার পুত্র নেছার উদ্দিন (৬৫), মনজুর উদ্দিন (৩৮) ও মোঃ ইলিয়াছসহ প্রতিপক্ষরা গাছের ডালগুলো তাদের দাবি করে করে অশালীন গালমন্দসহ মারমুখী আক্রমন করেন এতে প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় শোর চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলদায়ের হয়নি তবে মামলাদায়ের এর প্রস্তুতি চলছে বলে ভূক্তভোগীদের পক্ষ থেকে বলা হয়। ভূক্তভোগীরা আরও অভিযোগ করেন তারা হামলা করেও ক্ষান্ত হননি উল্টো হুমকি-ধমকি দিচ্ছে।



তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২,১২ কার্তিক ১৪২৯,০১ রবিউসসানি ১৪৪৪


এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3