বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন গঠনে আগ্রহ প্রকাশ লিবিয়ার
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন গঠনে আগ্রহ প্রকাশ লিবিয়ার

বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন গঠনে আগ্রহ প্রকাশ লিবিয়ার

তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশের সঙ্গে একটি যৌথ কমিশন গঠন করতে চায় লিবিয়া। দুইদেশের পারস্পরিক সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো খুঁজে বের করতে ২০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকায় লিবিয়ার নতুন রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তার সরকারের এ আগ্রহের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও চেম্বার কর্মকর্তাদের মধ্যে আরও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।
ড. মোমেন বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও আইটি খাতে সহযোগিতা বাড়ানো যেতে পারে এবং লিবিয়া বাংলাদেশ থেকে পাট ও অন্যান্য পণ্য আমদানির বিষয়ে বিবেচনা করতে পারে। বৈঠকে দুইপক্ষই ফরেন অফিস কনসালটেশন ও চুক্তি স্বাক্ষরের মতো প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এসময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে লিবিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন।


তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার, ২১ অক্টোবর ২০২২, ৫ কার্তিক ১৪২৯,২৪ রবিউল আউয়াল ১৪৪৪





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝