আপলোড তারিখ : 2022-04-11
আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতেছেন বাবর আজম
 আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতেছেন বাবর আজম-ফাইল ফটো-তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: মার্চ মাসে দারুণ পারফরম্যান্সের আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এছাড়া নারী ক্রিকেটে মার্চের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার রানমেশিন হিসেবে খ্যাত তারকা ব্যাটার রাসেল হেইন্স।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে খেলা টেস্ট সিরিজে ৩৯০ রান করে এই পুরস্কার জিতেছেন বাবর। যেখানে ছিল করাচিতে দ্বিতীয় টেস্টে খেলা ইতিহাসগড়া ১৯৬ রানের ইনিংস। এছাড়া ওয়ানডে সিরিজের দুই ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৫৭ ও ১১৪ রানের দুইটি ইনিংস।

মার্চ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বাবরের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাথওয়েট ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তাদের হারিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন বাবর। এর আগে গতবছরের এপ্রিলেও এই পুরস্কার জেতেন তিনি।

অন্যদিকে নারী বিশ্বকাপে খেলা আট ম্যাচে ৬১.২৮ গড়ে ৪২৯ রান করে মার্চের সেরা নারী ক্রিকেটার হয়েছেন রাসেল হেইন্স। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি খেলেন ১৩০ রানের ইনিংস। এছাড়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও করেন ৮৫ রান।
তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার, ১১ এপ্রিল ২০২২ ২৮ চৈত্র ১৪২৮, ০৯ রমজান ১৪৪৩



এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3