আপলোড তারিখ : 2022-04-11
স্বেচ্ছায় আউট হয়ে অশ্বিনের ইতিহাস
স্বেচ্ছায় আউট হয়ে অশ্বিনের ইতিহাসতাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আইপিএলে জস বাটলারকে ম্যানকাডিং আউট করে ২০১৯ সালে আলোচনার জন্ম দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তিনি আইপিএলে আনলেন ‘স্বেচ্ছা আউট’র ঘটনা। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে স্বেচ্ছায় নিজেকে আউট ঘোষণা করেছেন অশ্বিন।
১০ এপ্রিল রোববার রাতে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে রাজস্থান রয়্যালসের ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে খেলে ১ রান নিয়েই সোজা ডাগআউটে চলে যান ২৩ বলে ২৮ রান করা অশ্বিন। তখন ডাগআউট থেকে আসতে দেখা যায় নতুন ব্যাটার রিয়ান পরাগকে।

মাঠে থাকা রাজস্থানের আরেক ব্যাটার শিমরন হেটমায়ারও বুঝতে পারেননি আসলে কী ঘটলো? পরে তিনি পরাগের সঙ্গে কথা বলে জানতে পারেন স্বেচ্ছায় আউট হয়ে গেছেন অশ্বিন। যাতে করে শেষ দুই ওভারে দলীয় সংগ্রহ বাড়িয়ে নিতে পারে রাজস্থান। শেষ পর্যন্ত হয়েছেও তাই।

অশ্বিনের জায়গায় নামা পরাগ ৪ বলে ৮ রান করেন। অন্যদিকে ছয় ছক্কার ৩৬ বলে ৫৯ রানের ঝড় তোলেন হেটমায়ার। যা রাজস্থানকে এনে দেয় ১৬৫ রানের সংগ্রহ এবং শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে মাত্র ৩ রানের ব্যবধানে। এই জয়ের পেছনে অশ্বিনের তখন উঠে যাওয়ার সিদ্ধান্তও বড় ভূমিকা রেখেছে।

আইপিএল ইতিহাসে এর আগে কখনও এমন স্বেচ্ছায় আউটের ঘটনা দেখা যায়নি। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে চারবার ঘটলো এই ঘটনা। সবার আগে ২০১০ সালে শহিদ আফ্রিদি একটি ট্যুর ম্যাচে ১৪ বলে ৪২ রান করার পর স্বেচ্ছায় মাঠ ছেড়ে বেরিয়ে যান।

এছাড়া ২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের সানজামুল ইসলাম এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র নজির হিসেবে ২০১৯ সালেই মালদ্বীপের বিপক্ষে ৩৫ বলে ২৪ রান করার পর ইনিংসের ১৯তম ওভারে নিজেকে স্বেচ্ছায় আউট করে সাজঘরে ফিরে যান সোনাম তবগে।

এ বিষয়ক আইসিসির নিয়মটি হলো, যখন কোনো ব্যাটার আম্পায়ারের অনুমতি ছাড়াই মাঠ ছেড়ে চলে যান এবং মাঠে ফেরার জন্য প্রতিপক্ষ দলের অনুমতি না থাকে এবং তিনি আর মাঠে না ফিরতে পারেন, তাহলে তাকে রিটায়ার্ড আউট তথা স্বেচ্ছায় আউট ঘোষণা করা হবে। এ নিয়মেই নিজেকে স্বেচ্ছায় আউট করেন অশ্বিন।
তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার, ১১ এপ্রিল ২০২২ ২৮ চৈত্র ১৪২৮, ০৯ রমজান ১৪৪৩


এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3