আপলোড তারিখ : 2022-02-12
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দিলো ভারত
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দিলো ভারততাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: মান বাঁচানোর ম্যাচটাতে ভালো শুরু করলেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের ৯৬ রানের বড় ব্যবধানে হারালো ভারত।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা দিলো স্বাগতিকরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট এবং দ্বিতীয়টিতে ৪৪ রানে জিতেছিল রোহিত শর্মার দল।

শুক্রবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। শুরুতে বেশ বিপদেই পড়েছিল স্বাগতিকরা। ৪২ রানের মধ্যে তারা হারিয়ে বসে তিন অভিজ্ঞ ব্যাটার রোহিত (১৩), বিরাট কোহলি (০) আর শিখর ধাওয়ানকে (১০)।

সেখান থেকে শ্রেয়ার আয়ার আর রিশাভ পান্তের ১১০ রানের বড় জুটি। পান্ত ৫৪ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলে ভাঙে এই জুটি। এরপর সূর্যকুমার যাদব ৬ রানেই ফিরে যান। ১১১ বলে ৯ বাউন্ডারিতে ৮০ রান করা আয়ারও দুইশর আগে সাজঘর ধরলে ফের বিপদে পড়েছিল ভারত।

তবে লোয়ার অর্ডারের ওয়াশিংটন সুন্দর আর দীপক চাহার দলকে ঠিকই ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন। সুন্দর ৩৪ বলে ৩৩ আর চাহার খেলেন ৩৮ বলে ৩৮ রানের গুরুত্ববহ ইনিংস।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। ৩৪ রানে ৪টি উইকেট শিকার করেন দীর্ঘদেহী এই পেসার।

জবাব দিতে নেমে ২৫ রানে ৩টি আর ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নয় নম্বরে নেমে ওডিয়ান স্মিথ ১৮ বলে ৩৬ রানের ছোটোখাটো এক ঝড় তোলেন। তিনিই দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলেন। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ৩৪। বাকিদের কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। ৩৭.১ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
ভারতের মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণা নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট শিকার দীপক চাহার আর কুলদীপ যাদবের।



তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ ২৯ মাঘ ১৪২৮, ১০ রজব ১৪৪৩


এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3