আপলোড তারিখ : 2022-02-12
চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ব্যাডমিন্টন ও মনোপলি টুর্নামেন্ট
চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ব্যাডমিন্টন ও মনোপলি টুর্নামেন্টমোহাম্মদ খোরশেদ হেলালি,তাজাখবর২৪.কম, কক্সবাজার: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন ও মনোপলি টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। বালিকা শিশুদের নিয়ে শীতকালীন মনোপলি টুর্নামেন্ট’২০২২ এর আয়োজনে মোট ৮টি দল অংশগ্রহণ করে। মনোপলি টুর্নামেন্টে অংগ্রহণকারী দলগুলো হল-কর্ণফুলী, হালদা, সাঙ্গুঁ, মেঘনা, গোমতি, বাঁকখালি, নাফ ও মাতামুহুরী। ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে মেঘনা দল চ্যাম্পিয়ন ও গোমতি দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। একইভাবে বালক শিশুদের নিয়ে শীতকালীন ব্যাডমিন্টন এর আয়োজন করা হয় যাতে মোট ৮টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হল-ভাটিয়ারী, ময়নামতি, শুবলং ঝর্ণা, মায়াবিনী লেক, নীলগিরি, দারুচিনি দ্বীপ, বঙ্গোপসাগর ও সাজেক ভ্যালি। ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে মায়াবিনী লেক চ্যাম্পিয়ন ও শুবলং ঝর্ণা রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ও শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২০২২ এ ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসাবে নির্বাচিত হয় মো: মাসুদ রানা এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো: শামসুল আলম। টুর্নামেন্টের সমাপনী দিন মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি কেন্দ্রের বালক শাখার ব্যাডমিন্টন কোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানমালার আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বিকাল ৪:০০ টায় উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিদুল আলম। “দেহ মনন বুদ্ধি বিকাশ, খেলাধূলায় ঘটবে প্রকাশ”-প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলেই বিমুগ্ধচিত্তে উপভোগ করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিদুল আলম বলেন- খেলাধূলার মাধ্যমে শিশুরা বিকশিত হবে এবং খেলাধূলার মাধ্যমে জ্ঞানের বহি:প্রকাশের ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষভাগে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অত:পর প্রধান অতিথি মো: শাহিদুল আলম শিশুদের মাঝে কিছু আবেগঘন মুহূর্ত অতিবাহিত করেন।
তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ ২৯ মাঘ ১৪২৮, ১০ রজব ১৪৪৩


এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3