শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নওগাঁয় কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা
প্রকাশ: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
নওগাঁয় কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা

নওগাঁয় কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা

মাহমুদুন নবী বেলাল,তাজাখবর২৪.কম,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় কালোবাজারে বিক্রির জন্য ১২৫ বস্তা সার ও বীজ মজুদ করে রাখা ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক ও ইউপি সদস্য আতাউর রহমানসহ কতক অজ্ঞাত নামাকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার দায়ের করেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে থানা পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সার ও বীজ উদ্ধারের সময় ইউপি সদস্য আতাউর রহমান ঘটনাস্থালে থাকলেও তাকে স্থানীয় প্রশাসন রহস্যজনক ভাবে আটক করেনি। এদিকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হকসহ ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আতাউর রহমান তেঁতুলিয়া ইউপি সদস্য। মাহমুদুল হক উপজেলার বড়পই গ্রামের এমদাদ মাস্টারের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনারপর থেকে আতাউর ও মাহমুদুল পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কৃষি প্রণোদনার সার ও বীজ দুটি ভ্যানে করে তেঁতুলিয়া ইউপি সদস্য আতাউর রহমান বড়পই গ্রামের মাহমুদুল হকের বাসায় (উপজেলা কৃষি অফিস সংলগ্ন) নিয়ে যান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন স্থানীয়রা। সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পৌঁছে মাহমুদুল হকের বাড়িতে তল্লাশী চালিয়ে ৪৬ বস্তা ডিএপি, ২৩ বস্তা এমওপি (পটাশ) ও ৬৬ বস্তা(১০কেজির) ধানের বীজ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ইউএনও আব্দুল হালিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় ও সচেতন মহল অভিযোগ করে বলেন, তেঁতুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারের পরিকল্পনাতে এসব প্রনোদনাগুলো নামে বেনামে কৃষি কার্ড দিয়ে উত্তোলন করে পরে সেগুলো খোলা বাজারে বেশি দামে বিক্রি করার প্রচেষ্টা করা হচ্ছিল।
ইউপি সদস্য আতাউর রহমান বলেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারের পরামর্শে প্রণোদনার তালিকাভূক্ত কৃষকের কার্ডগুলো সংগ্রহ করেছি। সংগ্রহকৃত কার্ডগুলো দিয়ে কৃষি দপ্তর থেকে সার ও বীজ উত্তোলন করি। পরে উত্তোলনকৃত সার-বীজ দুটি ভ্যানে করে বিক্রির জন্য মাহমুদুলের বাসায় নিয়ে যাই। তেঁতুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারের মুঠো ফোনে কল দিলে মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার সাথে কোন কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় ও সচেতন মহল অভিযোগ করে বলেন, সার ও বীজ উদ্ধারের সময় অভিযুক্ত ইউপি সদস্য আতাউর রহমান ঘটনাস্থালে থাকলেও স্থানীয় প্রশাসন রহস্যজনক বা রাজনৈতিক হস্তক্ষেপে আটক করেনি। ফলে কালোবাজারে সার ও বীজ বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ সঠিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রশ্নবৃদ্ধ হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, গত ২০ এপ্রিল মঙ্গলবার চলতি মৌসুমের আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ বছর উপজেলার ১৪ ইউনিয়নে ১ হাজার ৬শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হবে। তিনি অপরপ্রশ্নে বলেন, শুনেছি ইউপি সদস্য ঘটনাস্থালে ছিলেন। তবে আমি গিয়ে তাকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত মাহমুদুল হক ও ইউপি সদস্য আতাউর রহমানসহ অজ্ঞাত নামাকে আসামী করে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে। মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, ঘটনার সাথে যেই জড়িত থাকুক না করে কাউকে ছাড় দেওয়া হবে না। মান্দা থানার ওসি শাহীনুর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫-১/২৫(ঘ) থানায় মামলার দায়ের করেছেন। তিনি আরো বলেন, ঘটনার পর থেকে মাহমুদুল হক ও ইউপি সদস্য আতাউর রহমান পলাতক রয়েছেন। কালোবাজারে বিক্রির উদ্যোশে মজুদ করার ঘটনটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ২৪ এপ্রিল ২০২১,১১ বৈশাখ ১৪২৮,১১ রমজান ১৪৪২

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝