শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৬৪
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৬৪-ফাইল ফটো-

বাংলাদেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৬৪-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হয়ে ঘণ্টায় বাংলাদেশে গত ২৪আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও ৫ জন নারী। এদের ৩০ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৫ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশের ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৬৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ৪৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯২ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০৫ জনের। এর মধ্যে পুরুষ চার হাজার ৮৫২জন (৭৬ দশমিক ৯৬ শতাংশ) ও নারী এক হাজার ৪৫৩ জন (২৩ দশমিক শূন্য ৪ শতাংশ)। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ৭ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রামে ১, রাজশাহীতে ১, বরিশালে ২ এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০, ৪ অগ্রহায়ণ ১৪২৭, ৩ রবিউস সানি ১৪৪২
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝