আপলোড তারিখ : 2020-11-07
এক জন সফল সমাজ সেবিকা সামসুন নাহার
আবদুল মোতালেব বাবুল,তাজাখবর২৪.কম,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের অধিবাসী সামসুন নাহার এক জন সফল সমাজ সেবিকা হিসাবে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা থেকে তার সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ২০১৫ ইং সালে জয়িতাতে জেলা প্রশাসক নোয়াখালী থেকে সম্মননা পুরস্কার এবং বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সম্মননা পুরস্কার গ্রহণ করেন। পল্লী উন্নয়ন করে । পল্লী সমাজ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে সরকারি ভাবে  রেজিষ্ট্রশন করেন । এসকল সমাজ সেবা মূলক কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের দুঃখের কাহিনী শুনে নিজেও আবেগ প্রবণ হয়ে পড়েন । তার কারণ হলো সমাজের বড় বড় লোকদের সন্তানেরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে চাকুরী করে। আর তারা অঢেল ধন-সম্পদের মালিক হয়ে বিলাস-বহুল জীবন-যাপন করেন। কিন্তু বৃদ্ধ বয়সে মা-বাবার সেবা করার মত লোক থাকে না । আবার মধ্যম শ্রেণির পরিবারের ছেলে-মেয়েরাও অল্প বেতনে চাকুরী করে বড় লোকদের বিল্ডিংয়ে ভাড়া থাকে । তারা বৃদ্ধ মা-বাবার সেবা  ও সঠিক পরির্যা করার মত সুযোগ পায় না। মানুষের দুঃখ দেখে ঢাকা গাজীপুরে এক ব্যক্তি বৃদ্ধশ্রম তৈরী করে দেন। কিন্তু সারা বাংলাদেশের মানুষতো সেখানে যাওয়া সম্ভব নয় । তাই সামসুন নাহারের আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তিনি যেন বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালের পাশে একটি বৃদ্ধশ্রম তৈরি করে দেন। সামসুন নাহারের পিতার বাড়ি নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের । স্বামীর বাড়ি অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে। স্বামী  ছিলেন সরকারী চাকুরী জীবি। ১৯৯৮ সালের জুলাই মাসে মরব্যাধি ক্যান্সারে আক্রন্ত হয়ে মারা যান তিনি। তার পর সামসুন নাহার ২০০০ সালে ব্র্যাক থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মানুষের সেবা ও সমাজ উন্নয়নে কাজ করায় তিনি জয়িতাতে জেলাপ্রশাসক, বিভাগীয় কমিশনার এবং উপজেলা নিবার্হী অফিসার থেকে সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কারের ভূষিত হন। তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকাবো তত দিন সমাজের উন্নয়ন ও অসহায় বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করে যাবো। এবিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল বিত্ত¡বানদের সহযোগিতা কামনা করেন।

তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২০, ২৩ কার্তিক ১৪২৭ , ২১ রবিউল আউয়াল ১৪৪২
ফাইল ফটো-

এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3