শনিবার ২০ এপ্রিল ২০২৪

শাহিদা রহমানের প্রযোজনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় “অন্নপূর্ণা” টেলিফিল্ম চ্যানেল আইতে প্রচারিত !
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
শাহিদা রহমানের প্রযোজনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায়  “অন্নপূর্ণা” টেলিফিল্ম চ্যানেল আইতে প্রচারিত !

শাহিদা রহমানের প্রযোজনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় “অন্নপূর্ণা” টেলিফিল্ম চ্যানেল আইতে প্রচারিত !

তাজাখবর২৪.কম,ঢাকা: এস.আর মাল্টিমিডিয়া নিবেদিত শাহিদা রহমান এর প্রযোজনায় টেলিফিল্ম “অন্নপূর্ণা” সপ্তমীর দিন শুক্রবার (২৩ অক্টোবর ২০২০) দুপুর ৩.০৫ টায় জনপ্রিয় চ্যানেল আইতে প্রচারিত হলো। পরিচালনায় চয়নিকা চৌধুরী। রচনায় মাসুম শহরিয়ার। অভিনয়ে আবুল হায়াৎ, জাকিয়া বারি মমো, শাওন, মিলি বাশার, সাফিউল আলম বাবু, সাবাহ শারিকা। এডিটর মাইদুল ইসলাম রাতুল, এডি এমিতাব আহমেদ রানা এবং সুব্রত মিত্র, ব্যাক গ্রাউন্ড মিউজিক এবং কন্ঠ শাহরিয়ার আলম মার্সেল। ধন্যবাদ রেবেকা বিথী।
এব্যাপারে এস.আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের স্বত্বাধিকারী শাহিদা রহমান বলেন, প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। শুক্রবার দুপুর ৩.০৫ টায় চ্যানেল আইতে অন্নপূর্ণা টেলিফিল্ম টি প্রচার করায় ও দর্শকদের ব্যাপক সারা পাওয়ায় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
উল্লেখ্য, ভিন্ন স্বাদের গল্পে শাহিদা রহমানের প্রযোজনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় টেলিফিল্ম ‘অন্নপূর্ণা’। দেশীয় টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় এবং দক্ষ নির্মাতা চয়নিকা চৌধুরী। তার পরিচালনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সপ্তমীতে শুক্রবার চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হয় এই বিশেষ টেলিফিল্ম ‘অন্নপূর্ণা’।
এব্যাপারে চয়নিকা চৌধুরী বলেন, মানুষের জীবনে নানা সমস্যা থাকে। তেমনই এক সমস্যায় জর্জরিত পরিবারে এক সকালে গ্রাম থেকে একটি মেয়ে এসে হাজির হয়। মেয়েটি এসে তার বুদ্ধিমত্তা দিয়ে সব সমস্যা দূর করে দেয়। একদিন সকালে মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রামে খোঁজ নিয়ে দেখা যায় মেয়েটির নামে কেউ নেই। একজন ছিলেন, যিনি অনেকদিন আগেই মারা গেছেন। নির্মাতা আরও বলেন, ‘নারীদের বলা হয় দুর্গা। একজন নারী যেন তার দশ হাত দিয়ে সব সমস্যা সমাধান করে ফেলতে পারেন। দুর্গা যেমন সব অশুভকে বিনাশ করে, ঠিক সেভাবেই যেন টেলিছবির গল্পের মেয়েটি এসেছিল সব সমস্যা সমাধান করতে। বিষয়টিকে রূপক হিসেবে দেখানো হয়েছে।’
মাসুম শাহরিয়ার গল্পে ‘অন্নপূর্ণা’ টেলিফিল্ম এ অভিনয় করেছেন, আবুল হায়াত, জাকিয়া বারী মম, মিলি বাশার, শফিউল আলম বাবু, সারিকা সাবাহ ও সুব্রত মিত্র। সুর ও সংগীত শাহরিয়ার আলম মার্সেলের। 
প্রযোজক শাহিদা রহমান, স্বত্বাধিকারী: এস.আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস।


তাজাখবর২৪.কম: ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭, ৭ রবিউল আউয়াল ১৪৪২

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝