বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় ১৮জন নিহত
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
 কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় ১৮জন নিহত

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় ১৮জন নিহত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫৭ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যার দিকে বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। দাস্ত-এ বারচি এলাকার ওই ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থীরা থাকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবানরা এ হামলার ঘটনার দায় অস্বীকার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এক বিবৃতিতে বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে শনাক্তের পর ওই ব্যক্তি সেখানেই বোমা বিস্ফোরণ ঘটায়।

আফগানিস্তানের সরকারি বাহিনী ও দেশটিতে ক্ষমতার দখল নিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র হামলা চালানো আফগান তালেবানের মধ্যে সম্প্রতি হামলা পাল্টা হামলার ঘটনার আশঙ্কাজনক হারে বেড়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭, ৭ রবিউল আউয়াল ১৪৪২

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝