শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রামুর গর্জনিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম বিপর্যয়, নেতাকর্মীরা হতাশ
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
রামুর গর্জনিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম বিপর্যয়, নেতাকর্মীরা হতাশ-ফাইল ফটো-

রামুর গর্জনিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম বিপর্যয়, নেতাকর্মীরা হতাশ-ফাইল ফটো-

কামাল শিশির,তাজাখবর২৪.কম,রামু: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন বিএনপির কমর্কান্ড একেবারেই ঝিমিয়ে পড়েছে। যার ফলে দলীয় নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এক সময়ের রামু উপজেলার বিএনপির দুর্গ হিসেবে খ্যাত গর্জনিয়া ইউনিয়ন। বর্তমান সময়ে সঠিক সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার অভাবে এই দুর অবস্থা দেখা দিয়েছে বলে জানান ক্ষুব্ধ নেতাকর্মীরা।
জানা যায়, সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে দীর্ঘ ৯ মাস পুর্বে উপজেলা কমিটির নেতৃবৃন্দ আবদুল আলিম কে সভাপতি ও হাজী মুহিব্বুল্লাহ কে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন। সেই সময় কাল ধরে ইউনিয়ন কমিটি উল্লেখযোগ্য কোন সাংগঠনিক কার্যক্রম দেখাতে পারেনি। এই পর্যন্ত কোন ওয়ার্ড কমিটিও তারা করতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির সহ সভাপতি ইউনুছ মাতবরসহ নেতাকর্মীরা।
এছাড়াও বর্তমান ৯ সদস্য বিশিষ্ট্য ইউনিয়ন কমিটিতে কোন ধরনের পরিবর্তনও করতে পারেনি এই কমিটি। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মুহিববুল্লাহ কক্সবাজার অবস্থান করায় ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কর্ম তৎপরতা চালাতে প্রতিনিয়ত চরম বাধাগ্রস্থ হচ্ছে বলে মত প্রকাশ করেন ক্ষুব্ধ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
কারো কারো মতে, দীর্ঘ ৩ বছর ইউনিয়ন কমিটির সভাপতির দায়িত্বে রয়েছে আবদুল আলিম ও মুহিব্বুল্লাহ। যার ফলে তাদের মধ্যে সাংগঠনিক কর্মকান্ডে এক প্রকার দায়সারা মনোভাব দেখা দিয়েছে। ৯ জনের মধ্যে সীমাবদ্ধ থাকা কমিটি নিয়ে সম্ভাব্য রামু উপজেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে ৯ মাস পর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বর্ধিত সভা করতে গেলে  উপস্থিতির সংখ্যা দেখে হতাশ হন নেতৃবৃন্দ।
পরবর্তীতে দলীয় রুটিন অনুযায়ী বর্ধিত সভায় অংশ নিতে রাজী হলেও উপস্থিতি ছিলো খুবই অসন্তুোষ জনক। ফলে ইউনিয়ন কমিটির সাংগঠনিক কার্যক্রমের ব্যার্থতার দায়ে কমিটি ভেঙ্গে দিতে চাইলে উপজেলা সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক শৃংখলা রক্ষার্থে কোন মতে প্রোগ্রাম শেষ করে চলে আসেন। এদিকে রামু উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত বর্ধিত সভায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দিতে গিয়ে বলেন, ১১ ইউনিয়নে এই রকম নেতাকর্মীর উপস্থিতি নিয়ে কোন বর্ধিত সভা আমরা করি নাই।
আমরা গর্জনিয়া ইউনিয়ন বিএনপির কাছে এধরনের বর্ধিত সভা কখনো আশা করিনি। নিশ্চয় এধরনের প্রোগ্রামে ইউনিয়ন নেতাকর্মীদের ব্যার্থতা এড়ানো যায়না।
এব্যাপারে ইউনিয়ন সভাপতি আবদুল আলিম এর সাথে মুঠো ফোনে ০১৭৩৪২৭৮৯৮২ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭, ৬ রবিউল আউয়াল ১৪৪২

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝