শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশে গুরুত্বপূর্ণ পশুসম্পদ ছাগল-ভেড়ার টিকা প্রদান নিশ্চিত করতে হবে: গোপাল এমপি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশে গুরুত্বপূর্ণ পশুসম্পদ ছাগল-ভেড়ার টিকা প্রদান নিশ্চিত করতে হবে: গোপাল এমপি

বাংলাদেশে গুরুত্বপূর্ণ পশুসম্পদ ছাগল-ভেড়ার টিকা প্রদান নিশ্চিত করতে হবে: গোপাল এমপি

মোঃ আবেদ আলী,তাজাখবর২৪.কম,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেছেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ পশুসম্পদ ছাগল-ভেড়ার টিকা প্রদান নিশ্চিত করতে হবে। আর ছাগল ভেড়ার পিপিআর রোগ নিয়ন্ত্রন করে দরিদ্র জনগনের আয় বৃদ্ধি করতে হবে।
বীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে ২১ অক্টোবর বুধবার সকালে উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদানের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে উপজেলায়  বুধবার হতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ৩০৬টি ভ্যাকসিনেশন ক্যাম্পে ৮৯ হাজার ৯শ ৫৫টি ছাগল ভেড়াকে রোগের টিকা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. শাহীনুর আলম, ওসি আব্দুল মতিন প্রধান। ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ইউনুস আলীসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
 
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭,৩ রবিউল আউয়াল ১৪৪২

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝