বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

শার্লিন চোপড়াকে সবাই বিছানায় চাইতেন
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
শার্লিন চোপড়াকে সবাই বিছানায় চাইতেন -ফাইল ফটো-

শার্লিন চোপড়াকে সবাই বিছানায় চাইতেন -ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউডের গ্ল্যামার গার্ল শার্লিন চোপড়া। খোলামেলা পোশাক ও অন্তরঙ্গ দৃশ্যে তার অভিনয় খুবই স্বাভাবিক একটা বিষয়। সেই শার্লিনকে ক্যারিয়ারের শুরুর দিকে অশালীন প্রস্তাব দেয়া হতো দাবি করেছেন তিনি।
চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে অশালীন প্রস্তাব পেতেন শার্লিন। কিন্তু প্রথম প্রথম সেসব বুঝতেই পারতেন না তিনি। কারণ প্রস্তাবগুলো আসতো ইশারায়। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন শার্লিন।

লকডাউনের মধ্যে ইনস্টাগ্রাম লাইভে সাক্ষাৎকার দেন শার্লিন। বলেন, কোনোরকম সোর্স ছাড়াই ছবির জগতে পা রাখার চেষ্টা করেন তিনি। তখন তিনি কেউ নন, কেউ চেনে না তাকে। ছবি নির্মাতাদের কাছে যেতেন, ভাবতেন, তিনি নিজের মধ্যে যে প্রতিভার ঝলক দেখেছেন, তারাও তা দেখতে পাবেন।

শার্লিন চোপড়াকে সবাই বিছানায় চাইতেন -ফাইল ফটো- 2

শার্লিন চোপড়াকে সবাই বিছানায় চাইতেন -ফাইল ফটো- 2

পোর্টফোলিও নিয়ে যেতেন তিনি। আর তারা বলচেন, আচ্ছা ঠিক আছে, ডিনারে দেখা হবে তাহলে। তিনি না বুঝতে পেরে ভাবতেন ডিনারের কথা উঠছে কেন। সেই ডিনারের আবার সময় পড়ত রাত ১১টা-১২টার সময়। সে সময় তিনি বুঝুতেন না যে ডিনার মানে ওই প্রযোজক-পরিচালকরা তাকে বিছানায় চাইছেন।

৪-৫ বার এক ঘটনার পর তিনি বোঝেন, ডিনার শব্দের আসল অর্থ। তখন থেকে এ ধরনের প্রস্তাব এলে তিনি আর চুপ করে থাকতেন না। তাকে কেউ ডিনারের কথা বললেই তিনি বলতেন, আমি ডিনার টিনার করি না, আমার ডায়েট চলছে। আপনি ব্রেকফাস্ট, লাঞ্চে ডাকুন বরং।

তখন থেকে ডিনারে যাওয়ার কথা বলা বন্ধ হয়ে যায়। শার্লিন জানিয়েছেন।

তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২০,২৯ বৈশাখ ১৪২৭,১৮ রমজান ১৪৪১

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝