শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রামে উষ্ণতা
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২০, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রামে উষ্ণতা -ফাইল ফটো-

রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রামে উষ্ণতা -ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: মুম্বই- ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই তাঁর লাস্যে মুগ্ধ হন দর্শকরা। এই বাঙালি অভিনেত্রীর ভক্তের সংখ্যা মোটেই কম নয়। বাঙালি হলেও তিনি এখন মুম্বই নিবাসী। নাম তাঁর রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে তাঁর ছবিগুলি যে সহজেই পারদ চড়াতে পারে তা বলাই বাহুল্য।
এমটিভি ইন্ডিয়া-র ভিজে হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রিয়া। সেই সময়ে তিনি টিভিএস স্কুটি টিন ডিভার রানার আপ হয়েছিলেন। এর পরে ধীরে ধীরে তিনি অভিনয়ের জগতের দিকে এগোন। ২০১২ সালে প্রথম একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন রিয়া। ছবির নাম তুনিগা তুনিগা। তার পরেই বলিউডে পা রাখেন রিয়া। ২০১৩ সালে মেরি ড্যাড কি মারুতি ছবিতে অভিনয় করেন তিনি।

রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রামে উষ্ণতা -ফাইল ফটো-2

রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রামে উষ্ণতা -ফাইল ফটো-2

এর পরে ২০১৪ সালে সোনালি কেবল নামে একটি বলিউডের ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৭-য় শ্রদ্ধা ও অর্জুন কাপুর অভিনীত হাফ গার্লফ্রেন্ড ছবিতেও অভিনয় করেছিলেন রিয়া। ২০১৮- ব্যাঙ্ক চোর ছবিতে অভিনয় করেন। বেঙ্গালুরুর এক বাঙালি পরিবারে জন্ম রিয়ার।
বাঙালি হলেও ছোট থেকে বাংলার বাইরেই কেটেছে অভিনেত্রীর। এক সময়ে বিরাট কোহলিকেও ডেট করতেন বলে শোনা যায়। তবে এই মুহূর্তে বলিউডে গুঞ্জন যে, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়া।
বেশ কিছু জায়গায় একসঙ্গে ঘুরতেও গিয়েছেন দুজনে। তা দুজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়। যদিও কেউ এই ব্যাপারে প্রকাশ্যে কখনও কিছু বলেননি।


তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২০,২৫ বৈশাখ ১৪২৭,১৫ রমজান ১৪৪১

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝