আপলোড তারিখ : 2023-08-23
পাকিস্তানে ক্যাবল কার দুর্ঘটনায় সবাইকে জীবিত উদ্ধার
পাকিস্তানে ক্যাবল কার দুর্ঘটনায় সবাইকে জীবিত উদ্ধার-ছবি সংগৃহীততাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাখতুনখোয়ায় হঠাৎ দড়ি ছিঁড়ে খারাপ হয়ে যায় একটি ক্যাবল-কার। পাহাড়ের মাঝখানে ঝুলতে থাকেন ছয়টি শিশু ও দুইজন মধ্য বয়সী ব্যক্তি। রোপওয়ে বা ক্যাবল-কারে চড়ে স্কুলে যাচ্ছিল ওই ছয় শিশু। মাটি থেকে ৯০০ ফুট উচ্চতায় ঝুলছিল তাদের ক্যাবল-কারটি। মঙ্গলবার (২২ আগস্ট) দেশটিতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মানুষ প্রশাসনকে খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা পৌঁছান। যে অঞ্চলে ঘটনাটি ঘটেছিল, সেখান থেকে উদ্ধার করা খুবই সমস্যার বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন সেনা কর্তৃপক্ষ। তবু তারা সবরকম চেষ্টা শুরু করেন।

১৫ ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর অবশেষে সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। দুই শিশুকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধার করা হয় বিকল্প উপায়ে। তবে হেলিকপ্টারে উদ্ধার করা খুবই কঠিন ছিল। কারণ, ওই পাহাড়ি অঞ্চলে প্রবল হাওয়া ছিল। হেলিকপ্টার এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছিল না। হেলিকপ্টার থেকে সেনা সদস্যরা দড়িতে ঝুলে শিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা চালান।

পাকিস্তানের আপৎকালীন সার্ভিসের কর্মকর্তা বিলাল ফেইজি জানিয়েছেন, রেসকিউ অপারেশন সফলভাবে শেষ হয়েছে। শেষ পর্যন্ত দুইটি শিশুকে উদ্ধার করা যাচ্ছিল না, অবশেষে তাদেরও উদ্ধার করা গেছে।

পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকার টুইট করে জানিয়েছেন, প্রথম থেকেই এই ঘটনার দিকে চোখ ছিল। সবাইকে উদ্ধার করা গেছে এটা দেখে শান্তি লাগছে।

পাহাড়ি ওই অঞ্চলে ক্যাবল কারে করেই প্রতিদিন স্কুলে যায় বহু শিশু। ক্যাবল কার তাদের একমাত্র পরিবহন। মঙ্গলবার তাতেই যান্ত্রিক ত্রুটি হয়। মাঝ আকাশে ঝুলে থাকতে হয় ছয়টি শিশু ও দুই ব্যক্তিকে।

তাজাখবর২৪.কম: বুধবার, ২৩ আগস্ট ২০২৩ ৮ ভাদ্র ১৪৩০,০৫ সফর ১৪৪৫









এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3