আপলোড তারিখ : 2023-08-15
সিলেট অঞ্চলে প্রধান শিক্ষক সংকটে প্রাথমিক বিদ্যালয়গুলো
সিলেট অঞ্চলে প্রধান শিক্ষক সংকটে প্রাথমিক বিদ্যালয়গুলো-ফাইল ফটো-আবুল কাশেম রুমন,তাজাখবর২৪.কম,সিলেট: সিলেট অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট বাড়ছে প্রতিনিয়ত। তার কারণ হিসেবে দাড়িয়ে প্রাক্তন শিক্ষকরা অবসরে যাচ্ছেন। অন্যদিকে অনেকে চাকুরি ছেড়ে লন্ডন, আমেরিকা ও কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে স্বপরিবারে পাড়ি জমিয়েছে।  
এক জরিপে দেখা গেছে, সিলেট অঞ্চলে প্রাথমিকে ৩ হাজারেরও বেশী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬০ টি স্কুলে নেই প্রধান শিক্ষক। এসব স্কুলে ভারপ্রাপ্ত দিয়েই চলছে কার্যক্রম। এছাড়া সিলেট বিভাগে ১ হাজার ৯৬৪ টি সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে।
জানা গেছে, বিভাগের চার জেলার ৫ হাজার ৫৪ টি বিদ্যালয়ে ৩ হাজার ১২৪ জন শিক্ষকের পদ শুন্য রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬০টি প্রধান শিক্ষক ও ১ হাজার ৯৬৪ টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। এছাড়া বিভাগের ৪ জেলায় অফিস সহকারী, এমএলএসএস ও নৈশ প্রহরী সহ আরো সহ¯্রাধিক প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর পদ খালি রয়েছে।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে ৫ হাজার ৫৪টি প্রধান শিক্ষকের পদ থাকলেও কমর্রত রয়েছেন ৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে ১ হাজার ১৬০ টি পদ খালি রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৩৫ টি, সুনামগঞ্জে ৩১০ টি, হবিগঞ্জে ২১৯ টি ও মৌলভীবাজারে ২৯৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে।
এছাড়া বিভাগে ২৫ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন ২৩ হাজার ৮১৭ জন। এর মধ্যে খালি রয়েছে ১ হাজার ৯৬৪ টি পদ। সিলেট জেলায় ৭ হাজার ৮৬৫ টি পদের বিপরীতে শুন্য রয়েছে ৬৭০ টি, সুনামগঞ্জে ৭ হাজার ২৫৪ টি পদের বিপরীতে শুন্য রয়েছে ৭৫১ টি, হবিগঞ্জে ৫ হাজার ৩২৪ টি পদের বিপরীতে শুন্য রয়েছে ২৪৬ টি ও মৌলভীবাজারে ৫ হাজার ৩৩৮ টি পদের বিপরীতে ২৯৭ টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে।


তাজাখবর২৪.কম: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩,৩১ শ্রাবণ ১৪৩০,২৮ মহররম ১৪৪৫



এই বিভাগের আরো সংবাদ

advertisement

 

                                                  প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                                           সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, 
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, 2০২3